স্পোর্টস ডেস্ক: – বোলারদের বিশ্রাম দিতে বাংলাদেশকে ফলো অনে না ফেলে আবার ব্যাটিংয়ে নামল ভারত। ভারতের ৬৮৭ রানের অলআউট হওয়ার আগে প্রথম ইনিংসে
৩৮৮ রান করেছে বাংলাদেশ। মুশফিকদের চেয়ে ২৯৯ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন ব্যাটিং শুরু করেছে স্বাগতিকরা। ফলো অন থেকে ৯৯ রান দূরে ছিল বাংলাদেশ।ব্যাটিং করতে নেমে ভারতকে স্বস্তি থাকতে দেননি তাসকিন আহমেদ। চতুর্থ ওভারে মুরালি বিজয়কে উইকেটের পেছনে মুশফিকের ক্যাচে পরিণত করেন তিনি। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান এই ইনিংসে মাত্র ৭ রান করে আউট হন।কোহলির লক্ষ্যটা পরিস্কার। আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলাদেশের সামনে এমন একটা লক্ষ্য দাঁড় করানো যেটা পার করা বাংলাদেশের পক্ষে সম্ভব না হয়। আর নিশ্চিতভাবে বাংলাদেশের ১০ উইকেট নেবার জন্য পর্যাপ্ত সুযোগও বোলারদের সামনে রাখবেন কোহলি।ভারতের ব্যাটসম্যানরা যাতে সহজে রান নিতে না পারেন সেজন্য সঠিক লাইন লেন্থে বল করতে হবে বাংলাদেশের বোলারদের।