নিজস্ব প্রতিনিধি:-
রাজধানীর সবুজবাগ এলাকা থেকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়দানকারী ১১ জনকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ।গতকাল শনিবার রাতে ওই ১১ জনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ১১ জন হলেন—ইউসুফ কাজী, আলাউদ্দিন আলী, আকাশ রহমান মিন্টু, আফসার আলী, ফারুক হোসেন, আবদুল মালেক মিযা,
মাসুদ পারভেজ, ফাহিম কাজী, লিটন শেখ, মাসুম গাজী ও আসলাম শেখ। তাঁদের কাছ থেকে তিনটি মাইক্রোবাস, পাঁচটি গুলি, তিনটি ম্যাগাজিনসহ তিনটি বিদেশি পিস্তল, দুটি দেশি পাইপগান, একটি ওয়াকিটকি, ডিবির পাঁচটি জ্যাকেট, পাঁচটি হ্যান্ডকাফ ও একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে জানাতে আজ রোববার বেলা ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ডিবির যুগ্ম কমিশনার আবদুল বাতেন জানান, গত রাতে সবুজবাগ এলাকায় ডাকাতির জন্য সংঘবদ্ধ হয়েছিল ১৫ থেকে ২০ জনের একটি দল। ডিবির পূর্ব বিভাগের খিলগাঁওয়ের আঞ্চলিক দল বিষয়টি জানতে পারে। এর পর রাতেই অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা অপর সাতজন পালিয়ে যেতে সক্ষম হয়। তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।