মাগুরা প্রতিনিধি;- মাগুরা শিমাখালিতে অবস্থিত একটি লোহার ব্রিজ ধসে তিনটি ট্রাক নদীতে পড়ে গেলে আহত হয়েছেন ২ জন। প্রাথমিক তথ্যানুসারে, মাগুরা-যশোর
সীমান্তাঞ্চলে অবস্থিত এই ব্রিজটিতে একই সঙ্গে মাল বোঝাই তিনটি ট্রাক উঠে পড়লে ব্রিজটি ধসে পরে।ট্রাক তিনটি এই খরব লেখা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। আহতদের নিকটস্থ স্বাস্থ্য সেবা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।