×
ব্রেকিং নিউজ :
প্রধান উপদেষ্টাকে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ ট্রাম্প সমর্থকদের ‘আবর্জনা’ বলায় সমালোচনার মুখোমুখি বাইডেন সুপার টাইফুন কং-রে-র সাথে লড়ছে তাইওয়ান হ্যারিসের সমাবেশে ক্যাপিটলে দাঙ্গা নিয়ে সমর্থকদের উল্লাস স্পেনে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় বেশ কিছু লাশ উদ্ধার দক্ষিণ আফ্রিকার রান ৫শ’ ছাড়ালো আমি প্রচুর গালিগালাজ শিখেছি : পরী মণি বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের আমরা যেন ভুলে না যাই : নাহিদ ইসলাম উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের সুযোগ সৃষ্টি হয়েছে : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার
  • প্রকাশিত : ২০১৭-০২-১৪
  • ৬৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুশফিকের আকুতি টেস্ট খেলার জন্য
নিজস্ব প্রতিনিধি: -হায়দ্রাবাদ টেস্টে ভারতের বিপক্ষে লড়াই করে হেরেছে বাংলাদেশ। তবে আরো ভালো কিছু করার সুযোগ ছিলো বলে মনে করে টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। সেটা হাতছাড়া হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন মুশফিকুর রহিম। সোমবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি আক্ষেপ প্রকাশ করেন। তিনি বলেন, টেস্ট ক্রিকেট অনেক কঠিন খেলা। পাঁচদিন ধরে ধারাবাহিক খেলতে হয়। ওয়ানডে বা টি-টোয়েন্টিতে একদিন সবকিছু ঠিক করলেই যেকোনো দলকে হারানো যায়। টেস্টে ব্যাপারটি ভিন্ন। প্রথম ইনিংসে ভালো খেললে পরের ইনিংসে প্রতিপক্ষ অন্য পরিকল্পনা নিয়ে আসে নিউজিল্যান্ডে আমরা দুই টেস্টেই তিন দিন সমান তালে লড়েছি। এখানে সাড়ে তিন দিন। এটাই পাঁচদিন করতে হবে। তিনি আরো বলেন, আমরা অনেক সুযোগ পেয়েছি। সুযোগগুলো হাতছাড়া করেছি। প্রথম ইনিংসে ওদের যদি সাড়ে ৫০০ রানেও আটকাতে পারতাম, তাহলে হয়ত দ্বিতীয় ইনিংসে ওরা আরও একটু সময় ব্যাট করত। তখন দ্বিতীয় ইনিংসে চার সেশনের বদলে তিন সেশন ব্যাট করতে হতো আমাদের। তখন ব্যপারটি অন্যরকম হতে পারত। প্রথম ইনিংসে তাই ১৫০-১৭০ রান বেশি দিয়ে ফেলেছি আমরা। ব্যাটিংয়ে প্রথম ইনিংসে উইকেট দারুণ ছিল। প্রথম চার ব্যাটসম্যানের কেউ বড় স্কোর করলে আমরা ওদের প্রথম ইনিংসের রানের কাছাকাছি যেতে পারতাম। অন্তত ৫৫০ করতে পারতাম। নিজের ব্যাটিং নিয়ে বলেন, যে কোনও ধরনের কন্ডিশনের বিপরীতে খেলতে প্রস্তুত থাকতে হবে। টেস্টে বড় ইনিংস খেলতে হলে একজন ব্যাটসম্যানকে অবশ্যই তার অফস্ট্যাম্প কোথায় সেটা জানতে হবে এবং ডিফেন্সটা অনেক শক্তিশালী হতে হবে। আমি এই দুটি জিনিসকে গুরুত্ব দেই। দলের উন্নতি নিয়ে মুশফিকের বক্তব্য, ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে আমরা পাঁচদিন পর্যন্ত ছিলাম। দ্বিতয়ি টেস্টটি তো আল্লাহর রহমতে জিতেই গেছি। নিউজিল্যান্ডে দু্টি টেস্টেই আমরা তিনদিন পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। এখানে আমরা সাড়ে তিনদিন বলব। তো আমি বলব ধারাবাহিক একটা পর্যায়ে আসছে। কিন্তু আমার মনে হয় বোলিং ও ফিল্ডিংয়ে আমাদের উন্নতি করা দরকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat