নিজস্ব প্রতিনিধি:-
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। ইসলাম জঙ্গিবাদকে সমর্থন করে না। বর্তমান সরকার জঙ্গিবাদে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বাংলাদেশের এক ইঞ্চি মাটিও জঙ্গিবাদী কর্মকাণ্ডে কখনও ব্যবহৃত হবে না।
সোমবার ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে রাজধানীর আশাকোনাস্থ হজ্জক্যাম্পে আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।সাহারা খাতুন বলেন, ইসলামের সুস্পষ্ট ব্যাখ্যার মাধ্যমে আলেম সমাজ সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কোনো কুচক্রীমহল যাতে বাংলাদেশের শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতির ভিত্তি বিনষ্ট করতে না পারে সে জন্য তিনি আলেম সমাজকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানান।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু বেঁচে থাকবেন। বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠার মাধ্যমে এদেশে ইসলাম প্রচার ও প্রসারের বৃহত্তম দীনি প্রতিষ্ঠান গড়ে দিয়েছেন।
ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় পরিচালক নূর মোহাম্মদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশন কল্যাণ সংস্থার মেম্বার সেক্রেটারি মু. হারুনুর রশিদ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন আহমেদ বেপারী ও মো. নাজিম উদ্দিন আলোচনায় অংশ নেন।
সভায় ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন জোনের পাঁচ শতাধিক আলেম-ওলামা উপস্থিত ছিলেন।