×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৭-০৩-০৩
  • ৬৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলা মামলার অভিযোগপত্র চলতি বছরের শেষ দিকে দেওয়া হবে
নিজস্ব প্রতিনিধি:- হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলা মামলার অভিযোগপত্র চলতি বছরের শেষ দিকে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। শুক্রবার (০৩ মার্চ) দুপুরে ডিএমপি’র মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে তিনি এ কথা জানান।মনিরুল ইসলাম বলেন, হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার ঘটনায় এখন পর্যন্ত ২০/২২ জনের সরাসরি সম্পৃক্ততার বিষয়ে পুলিশ নিশ্চিত হতে পেরেছে। এর মধ্যে ১৪ জন নিহত হয়েছেন।তিনি বলেন, হামলায় মোট জড়িত ব্যক্তির সংখ্যা ৩০ থেকে ৩৫ জন হতে পারে বলে আমাদের ধারণা। তবে সবকিছু মিলে ২০১৭ এর শেষের দিকেই এই মামলার অভিযোগপত্র জমা দেওয়া হবে।এদিকে, বৃহস্পতিবার (০২ মার্চ) রাতে রাজধানীর সেনপাড়া পর্বতা এলাকা থেকে নব্য জেএমবি’র কথিত আধ্যাত্মিক নেতা ও আমির মাওলানা মো. আবুল কাসেমকে গ্রেপ্তার করে পুলিশ।এ বিষয়ে জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার অনুমোদন দিয়েছিলেন কাসেম। তবে এই হামলায় সঙ্গে তার সম্পৃক্ততা কোন পর্যায়ের তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat