দিনাজপুরে জুয়ারুদের হামলায় অতিরিক্ত পুলিশ সুপারসহ ১০জন আহত
দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুরে জুয়ারুদের হামলায় অতিরিক্ত পুলিশ সুপারসহ ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সুপারকে দিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডিবি কর্মকর্তা বাদী হয়ে মামলা করলেও হামলাকারীদের গ্রেফতার করা সম্ভব হয়নি।
সোমবার রাত ১১টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের দক্ষিণ বোয়ালমারী গ্রামের করতোয়া নদীর ধারে জুয়ারুদের ধরতে অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ উজ্জামান আশরাফ ও ডিবির ওসি মনিরুজ্জামানসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করে জুয়ারুরা তাঁদের উপর হামলা চালায়। হামলায় মাহফুজ উজ্জামান ও মনিরুজ্জামানসহ ১০ পুলিশ সদস্য গুরুতর আহত হন। জুয়ারুদের বিরুদ্ধে অভিযানকালে নবাবগঞ্জ থানার ওসি উপস্থিত ছিলেন না।
বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হাফিজুর রহমান জানান, অভিযানকালে জুয়ারুরা ইটপাটকেল, লাঠিসোঠা ও ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালালে কর্তব্যরত ১০ পুলিশ সদস্য আহত হন। রাতেই আহত ১০ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ উজ্জামান ছাড়া বাকীরা প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেন। নবাবগঞ্জ থানার ওসি ইসরাফিল হোসেন জানান, জেলার ডিবির এসআই বজলুর রশিদ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তবে কোন আসামীকে গ্রেফতার করা যায়নি। হামলাকারীদের ধরার জন্য পুলিশী অভিযান জোরদার করা হয়েছে বলে তিনি জানান।##
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের মাতার ইন্তেকাল :মন্ত্রীসহ বিভিন্ন মহলের শোক
দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান মরহুম আব্দুর রশিদ চৌধুরীর স্ত্রী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেলের মাতা এবং চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মোসাদ্দেক হুসেনের শাশুড়ী ফিরোজা বেগম সোমবার রাত সাড়ে ১১টায় শহরের কালিতলাস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না...রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৩ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
মঙ্গলবার বাদ আছর শহরের সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে মরহুমাকে ছানাপীর গোরস্তানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি ও সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বিরল-বোচাগঞ্জ-২ আসনের এমপি খালিদ মাহ্্মুদ চৌধুরী এবং চেম্বার অব কমার্সের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিমসহ অন্যান্যরা গভীর শোক প্রকাশ করেছেন।##
মতবিনিময় সভায় ফুটবল এসোসিয়েশনের সভাপতি দিনাজপুরে ৯ মার্চ থেকে শুরু হচ্ছে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ
দিনাজপুর প্রতিনিধি ॥
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে আগামী ৯ মার্চ থেকে দিনাজপুরে শুরু হচ্ছে অনুর্ধ -১৮ আঞ্চলিক ফুটবল চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা। রংপুর বিভাগের ৮টি জেলা নিয়ে দিনাজপুর ষ্টেডিয়ামে বিকেল ৩ টায় অনুর্ধ- ১৮ আঞ্চলিক ফুটবল চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতার উদ্ধোধন করবেন পুলিশ সুপার হামিদুল আলম।
মঙ্গলবার সকাল ১১টায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলাম নবী দুলাল এ কথা জানান।
তিনি বলেন, দীর্ঘ দিন পর দিনাজপুরকে অনুর্ধ ১৮ আঞ্চলিক ফুটবল চ্যাম্পিয়নশীপ এর ভেন্যু দেওয়ায় জেলার মর্যাদা বেড়েছে। ফুটবলের মান উন্নয়ন এর পাশাপাশি জেলাগুলোতে খেলোয়াড় সৃষ্টির জন্য বাফুফে বয়স ভিত্তিক প্রতিযোগিতার এই কর্মসুচি গ্রহন করে। সেই কর্মসুচির আলোকে দেশের ৭টি জোনে আঞ্চলিক ফুটবল চ্যাম্পিয়নশীপ খেলা অনুষ্টিত হবে। এ জন্য ধন্যবাদ জানাতে হয় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমকে। তার অক্লান্ত প্রচেষ্টায় দিনাজপুরকে ভ্যেনু দেওয়া হয়েছে।
উদ্ধোধনী খেলবে কুড়িগ্রাম জেলা বনাম স্বাগতিক দিনাজপুর জেলা এবং নীলফামারী বনাম লালমনিরহাট জেলা। অংশগ্রহনকারী জেলা গুলো হচ্ছে, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাও এবং স্বাগতিক দিনাজপুর। প্রতিদিন ২টি করে খেলা অনুষ্টিত হবে। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের উপদেষ্টা বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, সহ-সভাপতি মোঃ আব্দুস সাত্তার, কোষাধ্যক্ষ শেখ মোঃ শাহ আলম, সদস্য মাহফুজুর রহমান ও সায়েম হোসেন।##