রুমানা চৌধুরী :– ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা চিত্রনায়ক নিরবের ফাঁসি সম্পন্ন হয়েছে। খুন এবং ধর্ষণের মামলায় ফাঁসির আদেশ দেয়া হয়েছিলো তাকে। গত মঙ্গলবার (৭ মার্চ) রাত ১২ টায় ম্যাজিস্ট্রেট, জেলার এবং জল্লাদের উপস্থিতিতে তার ফাঁসি কার্যকর করা হয়।
বাস্তবে নয়, রফিক শিকদারের পরিচালনায় ‘হৃদয় জুড়ে’ ছবির দৃশ্য এটি। এফডিসির মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে ফাঁসির দৃশ্যের দৃশ্যধারণ করা হয়েছে। নায়কের ফাঁসি কার্যকরের দৃশ্য ধারণে উপস্থিত ছিলেন ছবিতে তার সঙ্গে জুটি বাঁধা ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ড প্রোডাকশনের প্রথম সিনেমা ‘হৃদয় জুড়ে’। ছবিটি পরিচালনার পাশাপাশি এর গল্প লিখেছেন নির্মাতা নিজেই। নিরব-প্রিয়াঙ্কা ছাড়াও এতে আরো অভিনয় করবেন কাজী হায়াৎ, রজতাভ দত্ত, সুচরিতা, সুব্রত, রোদেলা প্রমূখ। সংগীত পরিচালনায় থাকছেন বেলাল খান, ইমরান ও আহমেদ ইমন।