এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে ১ পরিদর্শক ৭ পরীক্ষার্থী বহিস্কার ,২ জন ভুয়া পরীক্ষার্থীর কারাদন্ড
আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি:-
আজ বৃহস্পতিবার দিনাজপুর শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ইংরেজি ১মপত্রে অসদুপায় অবলম্বনের অভিযোগে ৭ পরীক্ষার্থী ও কর্তব্যে অবহেলার কারণে ১ পরিদর্শককে বহিস্কার করা হয়েছে। এছাড়াও বদলী পরীক্ষা দেয়ার ঘটনায় ২ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। আটকদের এক বছরের কারাদ- প্রদান করা হয়েছে।
বোর্ড সূত্রে জানা যায়, বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার ইংরেজি ১ম পত্রে অসদুপায় অবলম্বনের অভিযোগে কুড়িগ্রামে ৩ জন এবং গাইবান্ধা, নীলফামারী, পঞ্চগড় ও লালমনিরহাটে ১ জন করে মোট ৭ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়। কর্তব্যে অবহেলার অভিযোগে রংপুরে বহিস্কার করা হয় ১ পরিদর্শককে। ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় ৯৯ হাজার ৮১৬ জনের মধ্যে অংশ নেন ৯৮ হাজার ৬৪৯ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ১৬৭ জন। এদিকে দিনাজপুরের খানসামায় পাকেরহাট ডিগ্রী কলেজ কেন্দ্রে কারিগরী শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষায় অন্যের পক্ষে পরীক্ষা দিতে এসে হাতেনাতে আটক হয়েছে মোশারফ হোসেন ও রুবেল ইসলাম নামে দুই ভুয়া পরীক্ষার্থী। বদলী পরীক্ষা দেয়ার দায়ে তাদের দু’জনকে এক বছর করে কারাদ- দিয়েছে খানসামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাজেবুর রহমান। কারাদ-প্রাপ্ত মোশারফ হোসেন জেলার চিরিরবন্দর উপজেলার গোছাহার গ্রামের জহরুল ইসলাম ও রুবেল ইসলাম একই এলাকার হামিদুল ইসলামের ছেলে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাজেবুর রহমান জানান, বৃহস্পতিবার চলমান কারিগরী শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার ৩য় দিনের কম্পিউটার এ্যাপ্লিকেশন পরীক্ষায় পাকেরহাট ডিগ্রী কলেজ কেন্দ্রে অন্য পরীক্ষার্থীদের সাথে পরীক্ষা দিচ্ছিল। এ সময় পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা উপজেলা সহকারী শিক্ষা অফিসার এসএম মান্নান তাদেরকে সন্দেহ করেন। পরে পরীক্ষার কাগজপত্র যাচাই করে দেখা যায় এবারের গোয়ালডিহি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এইচএসসি পরীক্ষার্থী আব্দুল হাকিম ও মনিরুল ইসলামের বদলি হিসেবে মোশারফ হোসেন ও রুবেল ইসলাম পরীক্ষা দিচ্ছিল। পরে তাদেরকে পাবলিক পরীক্ষা অপরাধে ১৯৮০ ধারায় এক বছর করে কারাদ- দেওয়া হয়েছে।
দনাজপুরে রিমান্ডের আসামী পালিয়েছে এক পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি:-
পুলিশী হেফাজতে রিমান্ডের আসামী পালিয়ে যাওয়ায় দিনাজপুরে এক এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়।
বুধবার সন্ধ্যার পর দিনাজপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রিমান্ডের আসামী সুজাউর রহমান সুজা পুলিশী হেফাজত থেকে পালিয়ে যায়।
সুজাকে কোতয়ালী পুলিশ ২২ মার্চ ইয়াবা ট্যাবলেট বহনের সময় সদর উপজেলার আস্করপুর বটেরহাট থেকে গ্রেফতার করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আসামী সুজাকে ৪ এপ্রিল মঙ্গলবার রিমান্ডে নেয়া হয়। সন্ধ্যায় রিমান্ড শেষে হাসপাতাল থেকে আদালতে নেয়ার কিছুক্ষণ পূর্বে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে সে পালিয়ে যায়। এঘটনায় কর্তব্যে অবহেলার দায়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দ্বিপেন্দ্র নাথকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানান কোতয়ালী থানার ওসি রেদওয়ানুর রহিম। পলাতক আসামীকে গ্রেফতারের জন্য জোড়ালো অভিযান পরিচালিত হচ্ছে বলে জানান ওসি।
দিনাজপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি:-
আজ বৃহস্পতিবার দিনাজপুরে পালিত হলো জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস।দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার সকালে দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বড়ময়দানস্থ ক্রীড়া পল্লী থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে।
র্যালী শেষে ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ আজিজার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম রাব্বী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, সংস্থার কর্মকর্তা মোঃ আসলাম হোসেন, মোঃ কামরুজ্জামান, জায়েদী পারভেজ অপূর্ব, মিজানুর রহমান পাটোয়ারী বাবু, মোঃ মোস্তাক, অরুন সরকার, মোঃ রহমত হোসেন, আনোয়ারুল ইসলাম, আসলামুর রহমান মাহবুব, আনোয়ারুল ইসলাম সুমী, আবু সামাদ মিঠু, রবিউল আউয়াল খোকা ও মোঃ জুলফিকার।বক্তারা বলেন, খেলাধুলার মান উন্নয়ন ও খেলোয়াড়দের উৎসাহিত করতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস যথেষ্ট অবদান রাখবে।