তারাপুর চা বাগানের জমি আত্মসাতের জন্য সরকারি কাগজ ও দলিল জালিয়াতির মামলায় রাগীব আলীর ১৪ বছরের কারাদণ্ড , ছেলে আবদুল হাইসর ১৬ বছরের কারাদণ্ড
বিশেষ প্রতিবেদক :মোঃ নুর উদ্দিন: –
তারাপুর চা বাগানের জমি আত্মসাতের জন্য সরকারি কাগজ ও দলিল জালিয়াতির আরেকটি মামলায় সিলেটের বিতর্কিত ব্যবসায়ী রাগীব আলীকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই মামলায় তাঁর ছেলে আবদুল হাইসহ আরো চারজনকে ১৬ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে তারাপুর চা বাগানের সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তকে খালাস দিয়েছেন আদালত।আজ বৃহস্পতিবার সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।এ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহফুজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।