নিজস্ব প্রতিনিধি: –
রাজধানীতে অভিযান চালিয়ে ইমাম শাহাজাদা ওরফে রায়হান (৩৭) নামের এক ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার মো. মাসুদুর রহমান।
তিনি জানান, গত ২৯ জানুয়ারি রমনা থানা এলাকার বেইলি স্কয়ার অফিসার্স কোয়ার্টার্সের সামনে নুর আলম সিদ্দিকী নামে এক ব্যক্তির কাছে নিজেকে ডিবির কর্মকর্তা বলে পরিচয় দেয় ইমাম শাহাজাদা। এসময় তিনি চট্রগ্রাম বন্দর থেকে প্রাইভেট কার কিনে দেয়ার কথা বলে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেন। পরে গত ১০ এপ্রিল নুর আলম সিদ্দিকী বাদী হয়ে রমনা মডেল থানায় একটি মামলা করেন।মাসুদুর রহমান জানান, মঙ্গলবার রাতে ডিবি (উত্তর) বিভাগের একটি টিম তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রাজধানীতে অভিযান চালিয়ে ইমামকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে এক সেট পুলিশ ইউনিফর্ম, একটি নেমপ্লেট, একটি খেলনা পিস্তল ও এক জোড়া কালো জুতা উদ্ধার করা হয়। ইমামের বিরুদ্ধে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।