বিনোদন ডেস্ক:- পয়লা বৈশাখেই ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়ে ঘরে তুলে নেওয়ার কথা ছিল চিত্রনায়ক শাকিব খানের। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় আজ এই আনুষ্ঠানিকতা করতে পারছেন না শাকিব। তবে চলতি সপ্তাহেই অপুকে নিজের ঘরে তুলে নেবেন তিনি।
শাকিবের বন্ধু প্রযোজক মোহাম্মদ ইকবাল জানায়- আজ শাকিব খান বাসায় ফেরার পর ডাক্তার বেড রেস্টে থাকতে বলেছেন চার দিন। তাই অপুকে আজ ঘরে তোলা হচ্ছে না। তবে চলতি সপ্তাহেই স্ত্রী হিসেবে তাকে ঘরে তুলে নেবেন।তিনি আরো জানান- অপুও ফোনে বারবার খবর নিচ্ছেন শাকিব খানের। শাকিবের অসুস্থতায় অনেক বেশি ভেঙে পড়েছিলেন অপু। হাসপাতালে দেখতেও এসেছিলেন। কিন্তু হাসপাতালের পরিবেশে বাচ্চাকে বেশিক্ষণ রাখা ঠিক নয় বলে তাড়াতাড়ি চলে যান।উল্লেখ্য, আজ বিকালে হাসপাতাল থেকে বাসায় ফেরার কথা রয়েছে শাকিব খানের।