আগামীকালের ম্যাচে অফ-কাটারগুলো কাজ করবে : মুস্তাফিজুর
স্পোর্টস ডেস্ক:-
আইপিএলের এবারের মৌসুমে শুরুটা মোটেও ভালো হয়নি মুস্তাফিজুর রহমানের। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে মাত্র ২.৪ ওভার বল করেই দিয়েছেন ৩৪ রান। পাননি কোনো উইকেট। তবে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ বাংলাদেশের এই তরুণ বাঁহাতি পেসার। কলকাতার উইকেটও আশা জাগাচ্ছে ফিজের মনে।
আগামীকাল (শনিবার) ইডেনে মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্স। আর এই ম্যাচে নিজের প্রধান অস্ত্র অফ কাটার বেশ ভালোমতোই কাজ করবে বলে মন্তব্য করেছেন মুস্তাফিজ। শুনুন তাঁর বয়ানেই, ‘কাটার ডেলিভারিগুলো নির্ভর করে উইকেটের ওপর। আবহাওয়া যদি শুষ্ক হয়, খেলা যদি দিনের বেলায় হয় — ঠিক আগামীকালের ম্যাচের মতো — তাহলে হ্যাঁ, অফ-কাটারগুলো কাজ করবে, এমনটাই আশা করি। যখনই খেলি, নিজের সেরাটাই দেওয়ার চেষ্টা থাকে। আমাকে যদি খেলানো হয়, অবশ্যই সবটা উজাড় করেই খেলব।’জাতীয় দলের খেলা থাকায়, সানরাইজার্সের হয়ে প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি ফিজ। সানরাইজার্সের হয়ে দলীয় তৃতীয় ম্যাচে খেলতে নেমে, ২.৪ ওভার বল করে রান দিয়েছেন ৩৪টি। তাঁর দলও হেরে গেছে চার উইকেটে। ম্যাচ শেষে এই হারের জন্য শিশিরকে দায়ী করেছিলেন হায়দরাবাদের আরেক প্রধান বোলার ভুবনেশ্বর কুমার। তবে মুস্তাফিজ কিন্তু পুরো দায়টা শিশিরের ওপর চাপাননি। নিজের ব্যর্থতার কথা অকপটেই শিকার করেছেন গত আসরের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারজয়ী এই বোলার, ‘প্রথম ম্যাচে ঠিক যেমনটা চেয়েছিলাম, সেভাবে খেলতে পারিনি। লেন্থটাতে একটু সমস্যা ছিল এবং আমি ঠিক জায়গামতো বল ফেলতে পারিনি।’ইডেনের টার্ফে পেসাররা বরাবরই কিছুটা সুবিধা পেয়ে থাকেন। সানরাইজার্সের পেসাররা সে ক্ষেত্রে কেমন করবেন, জানতে চাওয়া হলে মুস্তাফিজ বলেন, ‘উইকেট যদি ভালো হয়, তাহলে অবশ্যই আমরা ভালো করব। আমাদের পেস বোলিং ইউনিটটা বেশ শক্তিশালী। ব্যাটিংটাও ভালো।’আইপিএলে খেলতে গিয়েও মুস্তাফিজকে পড়তে হয়েছে মাশরাফির অবসর সংক্রান্ত প্রশ্নের মুখে। প্রিয় অধিনায়কের টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানানোর প্রতিক্রিয়ায় মুস্তাফিজ বলেছেন, ‘কেবল আমি নই, আমরা সবাই তাঁকে মিস করব। যতদিন খেলেছেন, ভাই সব সময় আমাদের দারুণ সাপোর্ট দিয়ে গেছেন। এখন তিনি টি-২০ থেকে অবসর নিয়েছেন। (আমি আশা করি) যতদিন পারবেন, ততদিন একদিনের খেলাটা চালিয়ে যাবেন তিনি।’