- প্রকাশিত : ২০১৭-০৪-১৫
- ৬৬৯ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবে বর্ণিল আয়োজনে বৈশাখী মেলা উদযাপিত
মোঃ মিজানুর রহমান, সৌদি আরব প্রতিনিধি: – বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে বৈশাখী উৎসব করেছেন সৌদি আরব প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় সময় শনিবার রাতে বর্ষবরণ করতে সৌদি প্রবাসীরা মিলিত হন প্রবাসী সংগঠন ‘শ্যাডো’ আয়োজিত পহেলা বৈশাখ আনন্দ মেলায়।
এর আগে শুক্রবার সন্ধ্যায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের মিশন উপ প্রধান মো. নজরুল ইসলাম।অন্যদিকে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের আয়োজনে পালিত হয়েছে বৈশাখ বরণ উৎসব। কনস্যুলেট প্রাঙ্গণে মঙ্গল শোভাযাত্রা, বর্ষবরণ ও স্টল উদ্বোধন করা হয়। জেদ্দা কনস্যুলেটের কনসাল জেনারেল এফএম বোরহান উদ্দিন পহেলা বৈশাখের ঐতিহাসিক পটভূমিসহ সংস্কৃতির গুরুত্ব বিষয়ে বক্তব্য দেন। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (ইংরেজি শাখা) প্রাঙ্গণে এ বৈশাখী উৎসবে ছাত্র-শিক্ষক-অভিভাবক, জেদ্দা ও মক্কার সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের প্রবাসীরা উপস্থিতি ছিলেন।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..