×
ব্রেকিং নিউজ :
সাফ শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রমে ‘জুলাই অভ্যুত্থান ২০২৪’ অন্তর্ভুক্ত করা হবে বিএনপি’র লিয়াজোঁ কমিটি ও গণঅধিকার পরিষদের মতবিনিময় ছাত্রদল ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী : নাসির উদ্দিন নাসির রাঙ্গামাটিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে প্রশাসন প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ শহিদ সাংবাদিকদের পরিবার ও আহতদের পাশে থাকবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট : নাহিদ ইসলাম যত দ্রুত সম্ভব গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করুন : মির্জা ফখরুল দোষী সাব্যস্ত হওয়ার পর হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে : প্রধান উপদেষ্টার প্রেস উইং সংস্কার হতে হবে টেকসই, যেন আপত্তিকর চর্চার পুনরাবৃত্তি না হয় : ফলকার
  • প্রকাশিত : ২০১৭-০৪-১৬
  • ৬২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আইনজীবী কারাগারে , মুহুরি তিন দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিনিধি: –জালিয়াতির মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে আদালত থেকে জামিন নিতে সহায়তা করার অভিযোগে আটক আইনজীবী আবদুস সামাদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একইসঙ্গে মুহুরি বনি আমিনকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর হাকিম দেলোয়ার হোসেন এ আদেশ দেন।ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আজ দুজনকে হাজির করে সাতদিন রিমান্ডে নেওয়া আবেদন করেন ডিবির পরিদর্শক মো. আলমগীর হোসেন পাটোয়ারী। শুনানি শেষে বিচারক মুহুরি বনি আহম্মেদকে তিনদিনের রিমান্ডের আদেশ দিলেও আইনজীবীর রিমান্ড নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।গত শনিবার দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি, দক্ষিণ)।আজ দুপুর ১টায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার আবদুল বাতেন জানান, গতকাল শনিবার সকালে রাজধানীর বংশাল থানার চানখারপুল এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে সুপ্রিম কোর্টসহ বিভিন্ন জেলা ও দায়রা জজ আদালতের এবং বিভিন্ন জেলার ডেপুটি জেলারদের সিলসহ ৮১টি সিল উদ্ধার করা হয়েছে। আর জালিয়াতির মাধ্যমে জামিনে মুক্ত করে আনা ১৩টি মামলার কাগজপত্র জব্দ করা হয়েছে।গ্রেপ্তার হওয়া দুজনের বরাত দিয়ে ডিবি জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা তাঁদের অন্য সহযোগীদের সহায়তায় বিভিন্ন মামলায় অর্থের বিনিময়ে মামলার এজাহার, জব্দ তালিকা, অভিযোগপত্র ইত্যাদি নথি জাল-জালিয়াতির মাধ্যমে পরিবর্তন করে তা আদালতে উপস্থাপন করে দুর্ধর্ষ অপরাধী ও বড় মাদক ব্যবসায়ীদের জামিনে বের করে আনেন।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানা পুলিশ ২০১৬ সালে পাঁচ হাজার ইয়াবাসহ আসামি ফজলুল করিম ওরফে আলীকে আটক করে।এ ঘটনায় তাঁকে আসামি করে মামলা করা হয়। তাঁর জামিনের জন্য হাইকোর্টে আবেদন করে। সেই সময় ওই মামলায় সার্টিফায়েড প্রাথমিক তথ্য বিবরণীতে ১৮০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছিল বলে উল্লেখ করা হয়। এরপর সেই মামলার আসামি ফজলুল করিম গত ১৯ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান।ডিবি কর্মকর্তা বাতেন আরো জানান, এভাবে ভুয়া সিল দিয়ে ভুয়া জামিননামা, ভুয়া পরোয়ানা তৈরি করে থাকে এই প্রতারকচক্রের সদস্যরা। তাঁদের বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat