জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির নেতৃত্বে আগামী ৭ মে নতুন রাজনৈতিক জোট আত্মপ্রকাশ
নিজস্ব প্রতিনিধি: –
জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির নেতৃত্বে আগামী ৭ মে নতুন রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করতে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
আজ সোমবার বিকেলে রাজধানী ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে মে দিবসে উপলক্ষে জাতীয় শ্রমিক পার্টির আয়োজিত সমাবেশে এরশাদ এ কথা জানান। তিনি বলেন, সেই জোট ক্ষমতায় এলে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। জোটে অনেক দল যোগ দেবে বলে জানান তিনি।সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেছেন, ‘আমরা তো পরিচয়হীন। আমাদের কী পরিচয়? আমরা কি বিরোধী দল, না সরকারি দল?’জাতীয় পার্টির চেয়ারম্যান আরো বলেন, ‘সত্যিকারের বিরোধী দলের ভূমিকায় এসে জনগণের কথা বলতে পারলে আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে পারি।’এরশাদ বলেন, ‘আমাদের পরিচয় প্রথমে ফিরিয়ে আনতে হবে। যদি আমরা পরিচয় সঠিকভাবে তুলে ধরতে পারি, সত্যিকারের বিরোধী দল হতে পারি, আগামীতে ক্ষমতার যাওয়ার স্বপ্ন দেখতে পারি।’ তিনি বলেন, ‘আমরা এখনো ৩০০ আসনে প্রার্থী দিতে পারব না, প্রার্থী দিলেও জয়ী হতে পারব না। আমরা অনতিলম্বে জোট করছি, ৭ তারিখে জোট করছি। অনেক দল আসছে।’