নাটোরের বাগাতিপাড়া ও সিংড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
নিজস্ব প্রতিনিধি: –
নাটোরের বাগাতিপাড়া ও সিংড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় উজ্জ্বল হোসেন (৩০) ও নুরুল ইসলাম (৩১) নামে দুজন ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন। এসময় ৩ জন আহত হয়। বৃহস্পতিবার রাতে জেলার পৃথক স্থানে এই দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন, বাগাতিপাড়া উপজেলার মাড়িয়া সরদারপাড়া গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে উজ্জ্বল ও নুরুল ইসলাম বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে উজ্জ্বলসহ কয়েক শ্রমিক ধান কেটে একটি নসিমনে করে বাগাতিপাড়া উপজেলার মাড়িয়া সরদারপাড়া গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। পথে গাড়িটি উপজেলা গালিমপুর এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে যায়। এতে উজ্জ্বলসহ আরো চারজন আহত হয়। এসময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উজ্জ্বলকে মৃত ঘোষণা করেন।অপরদিকে একই সময়ে সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকায় দিয়ে একটি পাওয়ার ট্রিলারে করে ধান বোঝাই করে নিয়ে যাচ্ছিল নুরুল ইসলাম। পথে পাওয়ার ট্রিলাটি উল্টে পানিতে পড়ে যায়। এসময় গাড়িতে থাকা ধান কাটা শ্রমিক নুরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। তার বাড়ি বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় বলে জানা গেছে।বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ও সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।