সিরাজগঞ্জ প্রতিনিধি :-
সিরাজগঞ্জের বেলকুচিতে পিকআপভ্যানের চাপায় দুই শিশু নিহত হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতী কড়িতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো-উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে জাহিদুল (৭) ও একই গ্রামের ফারুক হোসেনের মেয়ে তিথি (৫)। এরা দুজনেই স্থানীয় শাহীন কিন্ডার গার্টেন স্কুলের প্রথম ও প্লে শ্রেণির শিক্ষার্থী।বেলকুচি থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, মুকুন্দগাঁতী কড়িতলার শাহীন কিন্ডারগার্টেন স্কুল থেকে ব্যাটারিচালিত অটোভ্যানে করে বাড়ি ফিরছিল ওই দুই শিশু। এ সময় কামারপাড়া থেকে বেলকুচিগামী পল্লী বিদ্যুতের খুঁটিবাহী একটি পিকআপভ্যান তাদের বহনকারী অটোভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাহিদ মারা যায়। স্থানীয় লোকজন তাৎক্ষণিক আহত তিথিকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সেও মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পিকআপভ্যানটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।