বীর মুক্তিযোদ্ধা শহিদ মামার দ্রুত আরোগ্য কামনা করেছেন সুইডেন আওয়ামী লীগ
নিজস্ব প্রতিনিধি: –
ঢাকা থেকে সুইডেন যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সুইডেন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও একাত্তরের মুক্তিযুদ্ধের মামা বাহিনীর প্রধান কমান্ডার শহিদুল হক খান শহিদ মামা।
দোহা বিমান বন্দরে যাত্রা বিরতির পর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আছেন। বীর মুক্তিযোদ্ধা শহিদ মামার দ্রুত আরোগ্য কামনা করেছেন সুইডেন আওয়ামী লীগ।
সুইডেন আওয়ামী লীগের বর্তমান সভাপতি এএইচ এম জাহাঙ্গীর কবির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ বজলুল বারী মাছুম, সাবেক সভাপতি গোলাম আম্ভিয়া ঝন্টু, বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা হুমায়ন কবির, সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ লিটন, সুইডেন আওয়ামী পরিবারের পক্ষহতে বীর মুক্তিযোদ্ধা শহিদুল হক খান শহিদ মামার দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার আশু রোগ মুক্তি কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।