নিজস্ব প্রতিনিধি: –
আগামী দুই বছরের মধ্যে বিড়ি শিল্প বন্ধ করে দেয়া হবে’-২০১৭-১৮ অর্থ-বছরের প্রাকবাজেট আলোচনায় দেওয়া অর্থমন্ত্রীর এ বক্তব্যের প্রতিবাদে যশোরে মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে কয়েক হাজার বিড়ি শ্রমিক।
রবিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কয়েক হাজার শ্রমিকের এই মানববন্ধন চলাকালে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, অর্থমন্ত্রীর এ বক্তব্যের পর দেশের ১৭০ বিড়ি ফ্যাক্টরির ২৪ লাখ শ্রমিক আতংকের মধ্যে রয়েছেন। নেতৃবৃন্দ বলেন, এসব শ্রমিকের বেশিরভাগই হতদরিদ্র, স্বামী পরিত্যাক্তা কিংবা বিধবা মহিলা। এই লাখ লাখ বিড়ি শ্রমিকের স্বার্থে অবিলম্বে অর্থমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার এবং বিড়ির ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবি জানান বক্তারা।
মানববন্ধনে যশোর অঞ্চলের ৫ জেলার ৪ সহস্রাধিক বিড়ি শ্রমিক অংশ নেন। বক্তব্য রাখেন বিড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ঝিকরগাছা উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল হাই, বিড়ি শ্রমিক নেতা ফজলুর রহমান, সাইফুল ইসলাম, আবু হাসান, হেনা বেগম, মায়া খাতুন প্রমুখ। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর লেখা একটি স্মারকলিপি যশোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাজেদুল হকের কাছে প্রদান করেন শ্রমিক নেতৃবৃন্দ