পবিত্র রমজান মাসে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসের সময়সূচি হবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা
নিজস্ব প্রতিনিধি: –
পবিত্র রমজান মাসে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসের সময়সূচি হবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অফিসের এ সময়সূচি নির্ধারণ করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, এই অফিস সময়ের মধ্যে বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে।উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে চলতি মাসের শেষে সপ্তাহে পবিত্র রমজান মাস শুরু হবে। ব্যাংক-বিমা প্রতিষ্ঠান রমজান মাসে নিজেদের সুবিধা অনুযায়ী অফিস সূচি নির্ধারণ করে থাকে।