বিনোদন ডেস্ক:- ঢাকায় আসছেন বলিউডের ঠাকুর পরিবারের অভিজাত উত্তরাধিকারী শর্মিলা ঠাকুর। আগামী ১৫ জুলাই ঢাকায় আসবেন তিনি। তবে কোনো অভিনয়ের জন্য নয়, শর্মিলা ঠাকুর-জিৎ গাঙ্গুলি লাইভ ইন ঢাকা’ নামক অনুষ্ঠানে আমন্ত্রিত দর্শকদের সঙ্গে মতবিনিময় করতে ঢাকায় আসছেন তিনি।
এ অনুষ্ঠানে দর্শকদের উপস্থিতিতে শর্মিলা আলাপচারিতায় অংশ নেবেন অনেকটা প্রশ্নোত্তর পর্বের মতো করে। পাশাপাশি একই অনুষ্ঠানে শো স্টপার হিসেবে থাকবেন বলিউড অভিনেতা সাইফ আলি খান ও সোহা আলি খানের মা।বিষয়টি নিশ্চিত করে আয়োজক চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্যা রুমা জানান, বসুন্ধরা কনভেনশন সেন্টারে ৪০ মিনিট আমন্ত্রিত দর্শকদের সঙ্গে কথপোকথোনে অংশ নেবেন শর্মিলা। তার সঙ্গে থাকবেন টলিউউ-বলিউড সংগীতশিল্পী জিৎ গাঙ্গুলি ও সারেগামাপা খ্যাত শিল্পী দোয়েল গোস্বামী। এছাড়া বাংলাদেশ থেকেও কয়েকজন জনপ্রিয় শিল্পী এতে পরিবেশনা অংশ নেবেন। সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠান চলবে রাত ১১টা পর্যন্ত।
এর আগে শর্মিলা ঠাকুর ২০১১ সালে প্রথমবার ঢাকায় আসেন। তখন খুবই অল্প সময়ের জন্য এদেশে এসেছিলেন। এর পরের বছরও তিনি ঢাকা ঘুরে গেছেন।