নিজস্ব প্রতিনিধি:-
সিরাজগঞ্জের কামারখন্দে বুধবার রাতে তিন জুয়াড়ির প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিন এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়ার আলাউদ্দিন শেখের ছেলে শহীদ শেখ (৪০), একই এলাকার আব্দুল মন্ডলের ছেলে ফরিদুল ইসলাম (৪০) এবং উপজেলার বাগবাড়ী কুঠিপাড়ার বালাদুল শেখের ছেলে মোস্তফা শেখ (২৪)।কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা জানান, বুধবার রাতে ওই তিন জুয়াড়ি উপজেলার ঝাঐল ইউনিয়ন পরিষদ চত্বরে জৈষ্ঠ্য মেলায় প্রকাশ্যে জুয়া খেলছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের আটকের পর ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক প্রত্যেককে এক মাস করে কারদণ্ড দেন।