আগামী বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকবে না : অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:-
আগামী বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকবে না। তবে নির্দিষ্ট পরিমাণ জরিমানা দিয়ে অপ্রদর্শিত আয় বিনিয়োগের সুযোগ রাখা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ শনিবার সচিবালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এসব মন্তব্য করেন।আলোচনায় অর্থমন্ত্রী বলেন, টাকা পাচারের বিভিন্ন কারণ রয়েছে। যেমন আমরা একটা ল্যান্ড প্রাইস ফিক্সড করে দেই। কিন্তু অ্যাকচুয়াল প্রাইস অনেক বেশি হয়। এই টাকা কী করবে? এটা এ দেশে ব্যবহার করতে পারে না, কালো টাকা। তো আমরা এখন চিন্তা করছি কোনো ল্যান্ড প্রাইস রাখব না। কারো যদি আনডিক্লেয়ারড ইনকাম থাকে, হি ক্যান ডিক্লেয়ার ইট অ্যানি টাইম পেইং নেসাসারি ফাইনস এটসেটরা এটসেটরা (অপ্রদর্শিত আয় প্রয়োজনীয় জরিমানা ও অন্যান্য নিয়ম মেনে প্রদর্শন করা যাবে)।এ ছাড়া বৈধপথে রেমিটেন্সের হার বাড়াতে প্রবাসীদের পাঠানো অর্থের ওপর সরকারি চার্জ তুলে নেওয়ারও কথা বলেন অর্থমন্ত্রী।