খুলনা মহানগরীতে অচিরেই খোলা হচ্ছে ভারতীয় সহকারী হাই কমিশনারের কার্যালয়
নিজস্ব প্রতিনিধি: –
খুলনা অঞ্চলের ভারত গমনকারীদের দুর্ভোগের অবসান ঘটতে যাচ্ছে। একদিকে যেমন খুলনা থেকে ভারতে সরাসরি বাস ও রেল যোগাযোগ ব্যবস্থা চালু হতে যাচ্ছে, তেমনি সহজেই দেশটির ভিসা পেতে যাচ্ছেন খুলনাবাসী।
আর এজন্য খুলনা মহানগরীতে অচিরেই খোলা হচ্ছে ভারতীয় সহকারী হাই কমিশনারের কার্যালয়। স্থাপন করা হচ্ছে ভিসা প্রিন্টিং স্টেশন।আবেদনকারীরা সকালে আবেদন করলে বিকালে ভিসা পাবেন। এজন্য স্থানীয়ভাবে নিরাপদ ও যোগাযোগে সহজ স্থানে কার্যালয়টি করতে ভারতীয় হাইকমিশনের ঢাকার প্রতিনিধি দল গত শনিবার নগরীর বেশ কয়েকটি বাড়ি ঘুরে দেখেছেন। বাড়ি নির্ধারণের পরবর্তী ১৫ দিনের মধ্যেই হাইকমিশনের কার্যক্রম চালুর প্রস্তুতি নেয়া হচ্ছে বলে সূত্র জানিয়েছে। বাংলাদেশ ভারত মৈত্রী সমিতি খুলনা জেলা ইউনিটের সভাপতি কাজী আমিনুল হক জানান, খুলনা অঞ্চলের মানুষ যাতে দ্রুত ভারতীয় ভিসা পেতে পারে সেজন্য ভারতীয় সহকারী হাই কমিশনারের কার্যালয় খোলা হবে। নগরীতে তাদের বেশ কয়েকটি বাড়ি দেখানো হয়েছে। এখন তারা সিদ্ধান্ত নেবেন কোনটি তাদের পছন্দ। তাদের বাড়ি পছন্দ হলেই ন্যূনতম ১৫দিন ও সর্বোচ্চ তিন মাসের মধ্যে এখান থেকে ভিসা প্রিন্টের কার্যক্রম শুরু হবে। সূত্রমতে, একজন সহকারী হাই কমিশনারের তত্ত্বাবধানে আবেদনকারীদের ভিসা প্রদান করা হবে। সকালে ভিসার আবেদন দিয়ে বিকালেই পাওয়া যাবে। এতে ভারত গমনকারীদের দুর্ভোগের অবসান ঘটবে।