মা দিবস উপলক্ষে আরটিভিতে প্রচারিত হবে বিশেষ নাটক ‘বিকেল বেলার গল্প’
বিনোদন ডেস্ক:- মা দিবস উপলক্ষে আরটিভিতে প্রচারিত হবে বিশেষ নাটক ‘বিকেল বেলার গল্প’। আনিসুল হকের গল্প অবলম্বনে তারিক আনাম খান ও সুবর্ণা মুস্তাফা নাটকটিতে অভিনয় করেছেন। পরিচালনা করেছেন হিমেল আশরাফ।
নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা। তার বিপরীতে অভিনয় করবেন তারিক আনাম খান। আরো অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, একে আজাদ আদর। নাটকের গল্পে দেখা যাবে, একজন প্রেমিকা যখন স্ত্রী হয়ে যায় তখন প্রথম প্রথম প্রেম ঠিকই থাকে। কিন্তু একটা সময় ধীরে ধীরে জীবনযাত্রার মধ্যে এমন ব্যস্ত হয়ে যায় প্রেমিকরূপী স্বামী মানুষটি, যেন তার জীবনে মেয়েটির অস্তিত্বই বিলীন হয়ে যায়। এ বিষয়টিই এ নাটকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সুবর্ণা মুস্তাফা, যে কি না একজন মা। সে মা কিছু নিয়ম মেনে চলতে চান। যেমন খাওয়ার টেবিলে মোবাইল না নেয়া। এদিকে স্বামী জীবিকার প্রয়োজনে কাজে ব্যস্ত হয়ে যান।