ক্যান্টনমেন্ট এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিনিধি: –
দেশের যে কোনো ক্যান্টনমেন্ট এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানার বিধান রেখে ‘সেনানিবাস আইন, ২০১৭’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভায় বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
একই সাথে ক্যান্টনমেন্ট এলাকায় রাস্তাঘাটে মলমূত্র ত্যাগ, মাতলামি, ভিক্ষাবৃত্তি বা জুয়ার মত খেলার শাস্তি হিসেবে ২০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হচ্ছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সেনা এলাকায় কেউ ট্রাফিক আইন লঙ্ঘন করলে আগে তার জন্য জরিমানা ছিল মাত্র ৫০ টাকা। নতুন আইনে তা বাড়িয়ে সর্বনিম্ন ২ হাজার ও সর্বোচ্চ ৫ হাজার টাকা করা হয়েছে। তিনি জানান, সেনানিবাস আইনের কোনো বিধান লঙ্ঘন করলে আগে ১ টাকা জরিমানা করার নিয়ম ছিল। সংশোধনী অনুযায়ী, ক্যান্টনমেন্ট এলাকার কোনো আইন ভাঙলে ১ টাকার পরিবর্তে কমপক্ষে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। এ ছাড়া সেনা এলাকায় কেউ মল-মূত্র ত্যাগ, মাতলামি, ভিক্ষাবৃত্তি বা জুয়া খেলার মত কাজ করলে তার জন্য সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। বৈঠক ইটালির প্রতিবেশী প্রাচীন এ ক্ষুদ্র রাষ্ট্রটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চুক্তির খসড়া অনুমোদন দেয়া হয়েছে। এ প্রসঙ্গে মোহাম্মদ শফিউল আলম জানান, ১৯৯২ সালে জাতিসংঘের সদস্য পদ পাওয়া সান ম্যারিনো ২০০৮ সাল থেকে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আগ্রহ পোষণ করছে। তারা ঢাকায় দূতাবাসও করতে চায়। সচিব বলেন, বিভিন্ন ফোরামে নির্বাচনের জন্য আমাদের ভোটের প্রয়োজন হয়। তারা ছোট রাষ্ট্র হলেও তাদেরও একটি ভোট আছে, যা আমরা গুরুত্ব দিয়েছি। তাছাড়া তারা যেহেতু শিল্পসমৃদ্ধ এবং ইউরোপের সার্ভিস সেক্টরে বড় অংশীদার, তাই এতে বাংলাদেশও লাভবান হবে।