স্পোর্টস ডেস্ক:-
এ মৌসুমে এখন পর্যন্ত তিনটি শিরোপা জিতেছেন তিনি। রজার ফেদেরার জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেনও। দারুণ ফর্মে থাকলেও ফিটনেসের ঘাটতির কারণে আসন্ন ফ্রেঞ্চ ওপেনে খেলবেন না তিনি।
এ প্রসঙ্গে ফেদেরার বলেন, ‘দীর্ঘ মৌসুমের কথা চিন্তা করেই ফ্রেঞ্চ ওপেন না খেলা সিদ্ধান্ত নিয়েছি আমি। এখন আমার মূল লক্ষ্য শারীরিক ফিটনেস বাড়ানো। ঊরুর ইনজুরির কারণে এর আগে গত মৌসুমেও ফ্রেঞ্চ ওপেন খেলতে পারেননি ফেদেরার। ফ্রেঞ্চ ওপেন শুরু হবে ২৮ মে। এর আগে ১৯৯৯ সালে প্রথমবার গ্র্যান্ড স্লাম খেলেছিলেন রজার ফেদেরার। এর পর টানা প্রায় ৭০টি গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতায় অংশ নিয়েছেন সুইজারল্যান্ডের এই তারকা। এর মধ্যে ১৮ বারই তিনি হেসেছেন বিজয়ীর হাসি। কিন্তু ইনজুরির কারণে দীর্ঘ ১৮ বছরে খুব বেশি গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতা থেকে নিজের নাম প্রত্যাহার করে নিতে হয়নি তাঁকে। আসলে হাঁটু ও পিঠের ইনজুরি ভোগাচ্ছে তাঁকে।