সৌদি প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে গলাকেটে হত্যা , ভাগ্নে আহমেদ শরীফ শাকিলকে গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি: –
রাজধানীর কাফরুলের ইব্রাহিমপুর বাজার এলাকায় দুই শিশু সন্তানের সামনে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে গলাকেটে হত্যা মামলার আসামি ভাগ্নে আহমেদ শরীফ শাকিলকে (৩০) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতকাল মঙ্গলবার মাদারীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ছুরি জব্দ করা হয়।
১৮ এপ্রিল কাফরুল থানার ইব্রাহীমপুর এলাকার ৮৩৯ নম্বর বাড়ির নিচতলায় দুই শিশু সন্তানের সামনে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে গলাকেটে হত্যা করেছেন ভাগ্নে আহমেদ শরীফ শাকিল। নিহতের নাম রোজিনা আক্তার মিতু (৩০)। এ ব্যাপারে নিহত রোজিনার বড় ভাই ফিরোজ আলম ভূঁইয়া বাদী হয়ে কাফরুল থানায় একটি মামলা দায়ের করেন। রোজিনার বাবার বাড়ি নোয়াখালীর কবিরহাট থানার ইন্দ্রপুর গ্রামে। তার বাবার নাম মোরশেদ আলম। চার বোন আর পাঁচ ভাইয়ের মধ্যে রোজিনা অষ্টম। ২০০৯ সালের ১২ জুন পারিবারিকভাবে বিয়ে হয় রোজিনার। বিয়ের পর থেকে স্বামীর বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চরফকিরা গ্রামেই থাকতেন। সন্তানদের লেখাপড়ার কথা বিবেচনা করে প্রায় দুই বছর ধরে ঢাকায় ভাড়া বাসায় থাকতেন রোজিনা।