সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত ফারুক আহমেদ চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক প্রকাশ
নিজস্ব প্রতিনিধি: –
রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ বুধবার এক শোক বার্তায় সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত ফারুক আহমেদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
রাষ্ট্রপতি শোক বার্তায় ফারুক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। সাবেক কূটনীতিক ফারুক চৌধুরী ভোর সাড়ে ৪টায় রাজধানীর একটি হাসপাতালে ৮৪ বছর বয়সে মারা যান। বার্ধক্যজনিত অসুস্থতা ছাড়াও তিনি হৃদযন্ত্র ও কিডনি সমস্যায় ভুগছিলেন।