প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন নাঈম আশরাফ
নিজস্ব প্রতিনিধি:-
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন রাজধানীর বনানীতে আবাসিক হোটেলে দুই তরুণী ধর্ষণের ঘটনায় করা মামলার দুই নম্বর আসামি নাঈম আশরাফ (মো. আব্দুল হালিম)।
বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম এ তথ্য জানান।
এর আগে, বুধবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের লৌহজংয়ের আত্মীয়ের বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে রাতেই তাকে ঢাকা আনা হয়।
উল্লেখ্য, গত ২৮ মার্চ বন্ধুর সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে ‘দ্য রেইন ট্রি’ হোটেলে ধর্ষণের শিকার হন দুই বিশ্ববিদ্যালয় পড়ুয়া। ওই ঘটনায় গত ৬ মে রাজধানীর বনানী থানায় অভিযুক্ত সাফাত আহমেদ, নাঈম আশরাফ ও সাদমান সাকিফসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন তারা।
সাফাত আপন জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী দিলদার আহমেদের ছেলে। আর সাদমান সাকিফ রেগনাম গ্রুপের মালিকের ছেলে এবং ওই গ্রুপের পরিচালক। তাদের দুজনকে গত ১১ মে সিলেট থেকে গ্রেফতার করা হয়। মামলার অপর আসামিরা হলেন- সাফাতের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী আবুল কালাম আজাদ। তাদেরকেও আটক করা হয়েছে।