হাটহাজারীতে বাড়ির সামনে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
রুপন দত্ত.চট্টগ্রাম প্রতিনিধি:-, হাটহাজারী উপজেলাধীন ফতেপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ লোকমান (৩৭) কে বুধবার রাত ১ টার দিকে তার নিজ বাড়ি পাইপের গোরা উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত লোকমান হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ইউপি মেম্বার ছিলেন।হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর সিটিজি টাইমসকে ঘটনার সতত্যা নিশ্চত করেন ।তিনি জানান, ইউপি মেম্বার লোকমান রাতে একটি মিলাদ মাহফিল থেকে নিজ বাড়ীতে ফেরার পথে বাড়ী থেকে দুইশ গজের মধ্যে তাকে অজ্ঞাত সন্ত্রাসীরা কুপিয়ে এবং ছুরিকাঘাত করে হত্যা করেছে। পুলিশ তার উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের ব্যাপারে আলামত সংগ্রহ এবং তদন্ত চলছে।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, হাটহাজারী থেকে সন্ত্রাসী হামলায় আহত একজন ইউপি মেম্বারকে হাসপাতালে আনার পর রাত আড়াইটার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। দুর্বৃত্তরা তার বুকে ও পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করেছে।