প্রধান নির্বাচন কমিশনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার
নিজস্ব প্রতিনিধি:-প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।
বৃহস্পতিবার বেলা ১১টা ১০ মিনিট থেকে আগারগাঁও নির্বাচন ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সাক্ষাতে আগামী সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত রোডম্যাপ, নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
এ বিষয়ে সিইসি কেএম নূরুল হুদা বলেন, এটি সৌজন্য সাক্ষাৎ। প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব নেয়ার পর এই প্রথম ভারতীয় হাইকমিশনার সাক্ষাতৎ করতে এলেন। সাক্ষাতে নবগঠিত কমিশনকে শুভেচ্ছা জানান ভারতীয় হাইকমিশনার। সাক্ষাতে নির্বাচন কমিশনের কার্যক্রমের পাশাপাশি একাদশ সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত খসড়া রোডম্যাপ, নির্বাচনের প্রস্তুতি এবং কবে নাগাদ আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে পারে তা নিয়ে আলোচনা হয়।
পূর্ব নির্ধারিত এ সাক্ষাতে ভারতীয় হাইকমিশনার ছাড়াও ফাস্ট সেক্রেটারি রাজেশ উইকে ও প্রেস অ্যাটাশে রঞ্জন মণ্ডল অংশ নেন।