×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৯-০৩-০২
  • ৪৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতীয় গণমাধ্যম সত্যকে এদিক সেদিক করে প্রকাশ করে : অভিনন্দন
আন্তর্জতিক ডেস্ক:- ভারতীয় পাইলট অভিনন্দন বরতমানের নতুন একটি ভিডিও প্রকাশ করেছে পাকিস্তান। ভিডিওতে অভিনন্দন বলেছেন, ভারতীয় গণমাধ্যম সত্যকে এদিক সেদিক করে প্রকাশ করে। শুক্রবার পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে প্রচার করা এ ভিডিও। গতকাল অভিনন্দনকে ভারতের কাছে হস্তান্তর করেছে পাকিস্তান। পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে প্রচার করা ভিডিওতে অভিনন্দনকে ইউনিফর্ম পরা অবস্থায় দেখা যায়। তিনি বলেন, ‘আমি উইং কমান্ডার অভিনন্দন। আমি ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমানের পাইলট। আমি যখন নিশানা খুঁজছিলাম, তখন তোমাদের (পাকিস্তান) বিমানবাহিনী গুলি করে নিচে নামায়। এরপর ক্ষতিগ্রস্ত বিমানটি থেকে আমি বেরিয়ে আসতে সক্ষম হই। আমি বিমানটি থেকে ঝাঁপ দিই এবং আমার প্যারাস্যুট খুলি। যখন নিচে নামি তখন আমার কাছে একটি পিস্তল ছিল।’ ওই ভিডিওতে আরো দেখা যায়, সেখানে অভিনন্দন বলছেন, সেখানে অনেক লোক ছিল, আর আমার বাঁচার উপায় ছিল একটাই। তা হল পিস্তল ফেলে দৌড় দেয়া। আমি সেটাই করি। কিন্তু তখন লোকজন আমার পিছু নেয়। তারা আমার ওপর অনেক বিক্ষুব্ধ হয়ে উঠেছিল। তখনই দুই পাকিস্তানি সেন হাজির হয়ে আমাকে রক্ষা করেন। তারা উত্তেজিত জনতার হাত থেকে আমাকে বাঁচান। এবং তাদের ইউনিটে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর হাসপাতালে নিয়ে আমার চিকিৎসা দেয়া হয় এবং স্বাস্থ্য পরীক্ষা করা হয় । এছাড়া বর্তমান আরো বলেছেন, পাকিস্তানি সশস্ত্র বাহিনীর সঙ্গে আমি সময় কাটিয়েছি এবং আমি খুব অভিভূত। পাকিস্তানের সশস্ত্র বাহিনী খুবই পেশাদার বলেও মন্তব্য করেন অভিনন্দন। এসময় অভিনন্দন দুঃখ প্রকাশ করে বলেন, ‘ভারতীয় গণমাধ্যম সব সময় সত্যকে এদিক-সেদিক করে প্রকাশ করে।’ তবে ভারতীয় অনেক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অভিনন্দনকে দিয়ে জোর করে এসব ভিডিও করা হয়েছে। কাশ্মীরের পুলওয়ামাতে হামলাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই হামলার জবাব দিতে পাকিস্তানের সীমানা ভেদ করে গত ২৬ ফেব্রুয়ারি বালাকোটে হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। ভারতের দাবি হামলায় অন্তত ৩০০ জঙ্গি নিহত হয়েছে। তবে ভারতের এমন দাবি প্রত্যাখান করে পাকিস্তান। নিয়ন্ত্রনরেখা লঙ্ঘনের দায়ে বুধবার (২৭ ফেব্রুয়ারি) ভারতীয় সীমানায় ঢুকে পড়ে পাকিস্তানের যুদ্ধবিমান। এদিনেই ভারতের দুইটি বিমান ভূপাতিত করেছে বলে দাবি পাকিস্তানের। সেইসঙ্গে আটক করে এক ভারতীয় পাইলটকে। গতকাল সেই পাইলট অভিনন্দনকে ফেরত দেয় পাকিস্তান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat