- প্রকাশিত : ২০১৯-০৩-০৩
- ৪৫৭ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
উন্নত চিকিৎসার জন্য ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর নেয়ার প্রস্তুতি চলছে : তথ্যমন্ত্রী
নিউজ ডেস্ক:- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসা প্রদানের জন্য সিঙ্গাপুর নেয়ার প্রস্তুতি চলছে।
আজ রোববার বিএসএমএমইউতে ওবায়দুল কাদেরকে দেখতে এসে এ কথা জানান আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বিদেশে নেয়ার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেই তাকে বিদেশে নেয়া হবে।
হাছান মাহমুদ বলেন,মেডিকেল ইস্যুতে ডাক্তারই বলবেন। আমাদের দলের পক্ষ থেকে ওনাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার ব্যবস্থা নিচ্ছি। আশা করছি তাকে সহসাই সিঙ্গাপুর নিয়ে যেতে পারবো।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..