- প্রকাশিত : ২০১৯-০৩-০৪
- ৪৩০ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
ডাকাতির প্রস্তুতিকালে রাজধানীর দিয়াবাড়ী থেকে ৯ ডাকাত গ্রেফতার
নিউজ ডেস্ক:- রাজধানীতে হরকাতুল জিহাদের (হুজি) দুইজনসহ ডাকাত দলের ১৪ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র. গুলি ও গান পাউডার উদ্ধার করা হয়। রবিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান,দুই হুজি সদস্যসহ ডাকাত দলের ১৪ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র, ৪১ রাউন্ড গুলি ও ১০ কেজি গান পাউডার উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আজ সোমবার দুপুর ১২ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..