×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৯-০৩-২৫
  • ৪০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজের ছবি দিয়েই কামব্যাক শুভশ্রীর
বিনোদন ডেস্ক:- ২০১৮-য় গাঁটছড়া বেঁধেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী এবং নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তার পর রাজ কাজে ফিরলেও শুভশ্রী এতদিন মন দিয়ে সংসার করছিলেন। সময় দিচ্ছিলেন পরিবারকে। এ বার তাঁরও ফ্লোরে ফেরার সময়। ফিরছেন নায়িকা। ফিরছেন রাজের ছবি দিয়েই। রাজ চক্রবর্তী প্রোডাকশনের পরের ছবি ‘পরিণীতা’। সোমবার হল এর শুভ মহরত্। এই ছবিতে শুভশ্রীকে কাস্ট করেছেন রাজ। বিয়ের পরে এই ছবির মাধ্যমেই অনস্ক্রিন কামব্যাক হবে নায়িকার। সোশ্যাল মিডিয়ায় মহরতের ছবি শেয়ার করে রাজ জানিয়েছেন, রাজ চক্রবর্তী প্রোডাকশনের তৃতীয় ছবি ‘পরিণীতা’। শুভশ্রী ছাড়াও ঋত্বিক চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, আদৃতের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ হতে চলেছে এই ছবি। পরিচালনার দায়িত্বে রাজ স্বয়ং। স্ক্রিনপ্লে এবং ডায়লগ লিখবেন পদ্মনাভ দাশগুপ্ত। মানস গঙ্গোপাধ্যায়ের ক্যামেরা এবং অর্কপ্রভ মুখোপাধ্যায়ের মিউজিক থাকবে ‘পরিণীতা’য়। অফস্ক্রিনে রাজ-শুভশ্রীর জুটি জনপ্রিয়। অনস্ক্রিনে পরিচালক-নায়িকার জুটি কতটা সফল হয়, এখন সেদিকেই তাকিয়ে সিনে মহল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat