ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের কাছে হারল দিল্লি ক্যাপিটালস
স্পোর্ট ডেস্ক:-ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের কাছে কাছে হারল দিল্লি ক্যাপিটালস। মঙ্গলবার আইপিএলের এই ম্যাচে ধোনির দল জয়লাভ করে ৬ উইকেটে। এর ফলে দলটি টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক শ্রেয়স আইয়ার। ওপেনার পৃথ্বি শ ১৬ বলে ২৪ রান করে আউট হলে ব্যাটিংয়ের হাল ধরার চেষ্টা করেন শিখর ধাওয়ান-শ্রেয়স আইয়ার। শ্রেয়স ১৮ রান করে আউট হলে ক্রিজে আসেন ঋষভ পান্থ। এদিনও মুম্বাই ম্যাচের মতো একইভাবে শুরুটা করেছিলেন তিনি। কিন্তু ফিরোজ শাহ কোটলার বাইশ গজে বিপজ্জনক হয়ে ওঠার আগেই ব্রাভোর বলে হেলিকপ্টার শট খেলতে গিয়ে শার্দুল ঠাকুরের হাতে ধরা পড়ড়েন ঋষভ। ১৩ বলে ২৫ রান করেন তিনি।
৫১ রান করে আউট হলেন শিখর ধাওয়ানও। বাকি কেউ তেমন আর রান পাননি। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে হারিয়ে ১৪৭ রান তোলে দিল্লি। ডিজে ব্র্যাভো ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন।
১৪৮ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালো করেন ওয়াটসন। কিন্তু আম্বাতি রাইডু (৫) দ্রুত ফিরে যান। ওয়াটসনের সঙ্গে সুরেশ রায়না জুটি চেন্নাইয়ের ভিত গড়ে দেয়। ওয়াটসন ২৬ বলে ৪৪ রান করেন। আর রায়না করেন ১৬ বলে ৩০ রান।
কেদার যাদব ২৭ রান করলেও ফিনিশার ধোনি ৩৫ বলে ৩২ রানে অপরাজিত থেকে ম্যাচ জেতান। ২ বল বাকি থাকতেই মাত্র ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় চেন্নাই। ম্যাচসেরা হয়েছেন ওয়াটসন।