×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৯-০৩-২৭
  • ৪১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী ১৯ এপ্রিল মালাইকা-অর্জুনের বিয়ে
বিনোদন ডেস্ক:- দীর্ঘদিন ধরেই মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের বহুল প্রতীক্ষিত বিয়ের গুঞ্জন চলছে। বি-টাউনে চাউর, আগামী মাসে এই যুগল খ্রিস্টান রীতিতে গাঁটছড়া বাঁধবেন। যদিও এর আগে বিয়ের খবরকে ‘মিডিয়ার বানানো’ বলেছিলেন মালাইকা। তবে সাম্প্রতিক প্রতিবেদন বলছে, এপ্রিলেই বহুল প্রতীক্ষিত বিয়ে হতে চলেছে। ওই প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৯ এপ্রিল ‘চার্চ ওয়েডিং’ সারতে চলেছেন ‘ছাইয়া ছাইয়া’ কন্যা মালাইকা অরোরা ও ‘গুন্ডে’ তারকা অর্জুন কাপুর। একটি পোর্টালের প্রতিবেদন অনুযায়ী, পরিবারের লোকজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ১৯ এপ্রিল বিয়ে করবেন মালাইকা-অর্জুন। আর সেই অনুষ্ঠানের অতিথি-তালিকায় রয়েছেন মালাইকার ঘনিষ্ঠ বন্ধু কারিনা কাপুর খান ও কারিশমা কাপুর। আশা করা হচ্ছে, অর্জুনের ঘনিষ্ঠ বন্ধু রণবীর সিং ও তাঁর স্ত্রী দীপিকা পাড়ুকোন বিয়েতে উপস্থিত থাকবেন। সম্প্রতি গুঞ্জন ছড়ায়, মালাইকা-অর্জুন তাঁদের টিমকে বিয়ের ব্যাপারে গোপনীয়তা বজায় রাখতে ও কিছুদিন ফ্রি থাকতে বলেছেন। বিয়ের পরিকল্পনার ব্যাপারে মুখে কুলুপ এঁটে রয়েছেন মালাইকা ও অর্জুন। একটি চ্যাট শোতে বিয়ের গুঞ্জনের ব্যাপারে জিজ্ঞেস করা হলে মালাইকা উত্তর দেন, ‘সবই মিডিয়ার তৈরি। মিডিয়াই এর জন্য দায়ী।’ তবে অর্জুন কাপুরের সঙ্গে ভালোবাসার কথা অস্বীকার করেননি মালাইকা। ওই শোতেই অর্জুনের প্রসঙ্গ তুললে মালাইকা বলেন, ‘আমি মনে করি, প্রত্যেকেই এগিয়ে যেতে চায়, ভালোবাসা ও সঙ্গ পেতে চায়—সেসব মানুষের সঙ্গে, যাদের তারা রিলেট করতে পারে। যদি পারো, তবেই তুমি সৌভাগ্যবান। যদি তুমি পারো, আমি মনে করি দ্বিতীয় সুযোগেও সুখী হতে পারবে।’ গত বছর প্রথমবারের মতো প্রকাশ্যে আসেন মালাইকা ও অর্জুন। এরপর থেকে প্রায়ই তাঁদের বিভিন্ন অনুষ্ঠান, লাঞ্চ ডেট, ডিনার ডেটে দেখা যায়। সম্পর্কের পরবর্তী ধাপে যেতে এ যুগল প্রস্তুত বলেই বলিপাড়ায় গুঞ্জন। ২০১৭ সালে মালাইকা অরোরা ও সালমান খানের ভাই আরবাজ খান ১৮ বছরের দীর্ঘ সংসারজীবনের ইতি টানেন। আর এরপর দুজনই নতুন জীবনে প্রবেশ করেন। মালাইকা খুঁজে পান অর্জুন কাপুরকে। আর মালাইকার সাবেক স্বামী আরবাজ খানও খুঁজে পেয়েছেন নতুন সঙ্গী। ইতালির মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে সম্পর্ক রয়েছে তাঁর। সূত্র : ইন্ডিয়া টুডে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat