×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৯-০৩-৩০
  • ৪৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রখ্যাত কণ্ঠশিল্পী খুরশীদ আলম আহত
নিউজ ডেস্ক:-বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রখ্যাত কণ্ঠশিল্পী খুরশীদ আলম আহত হয়েছেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বগুড়া চারমাথা এলাকা থেকে খুরশীদ আলম ফিরছিলেন। এ সময় তার প্রাইভেট কারের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তার মাথা ও মুখে আঘাত লাগে। দাঁত ভেঙে যায়। পরে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রসুল গণমাধ্যমকে জানান, খুরশীদ আলমের চিকিৎসায় সাত সদস্যের বোর্ড গঠন করা হয়েছে। শিল্পীর ছোট ভাই মুরশীদ আলম জানান, বর্তমানে খুরশীদ আলম সুস্থ আছেন। বগুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালে তার চিকিৎসা চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি এস এম বদিউজ্জামান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat