×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৯-০৪-১৩
  • ৪৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুদানে অভ্যুত্থানের নেতা জেনারেল আউফের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক :-রুটির দাম বাড়ানোর প্রতিবাদে ব্যাপক জন-বিক্ষোভের পর সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে গত বৃহস্পতিবার দ্বায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে দেশটির সেনাবাহিনী। এরপর সামরিক কমান্ডার জেনারেল আওয়াদ ইবনে আউফ নিজেকে সামরিক কাউন্সিলের প্রধান ঘোষণা করেছিলেন। কিন্তু তিনিও দায়িত্ব গ্রহণের একদিন পর পদত্যাগ করেছেন।

বশিরকে ক্ষমতাচ্যূত করলেও দেশটির বিক্ষোভকারীরা ক্ষমতার এই পালাবদল মেনে নিতে অস্বীকৃতি জানান। তাদের অভিযোগ অভ্যুত্থানকারী নেতারা বশিরের ঘনিষ্ঠ ব্যক্তি হওয়ার কারণে তাদেরকেও সরে যেতে হবে।

এ অবস্থায় ক্ষমতা গ্রহণের একদিনের মাথায় শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে আওয়াদ ইবনে আউফ নিজের পদত্যাগের ঘোষণা দেন এবং লে. জেনারেল আব্দেল ফাত্তা আব্দেররহমান বুরহান তার স্থলাভিষিক্ত হন।

দেশটিতে জরুরি অবস্থা উপেক্ষা করে দেশটির রাজধানী খার্তুমের রাজপথে অবস্থান করে বিক্ষোভরত জনতা আউফের পদত্যাগের ঘটনাকে স্বাগত জানিয়েছে।

বিক্ষোভের অন্যতম আয়োজক সুদানের প্রফেশনাল্স অ্যাসোসিয়েশন বলেছে, ইবনে আউফের পদত্যাগকে বিক্ষোভকারীরা তাদের বিজয় হিসেবে দেখছেন। তারা বলছেন, সুদানের ক্ষমতা বেসামরিক সরকারের হাতে হস্তান্তর না করা পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না।

শুক্রবার দেশটির সামরিক কাউন্সিলের একজন মুখপাত্র বলেছেন, সেনাবাহিনী ক্ষমতা চায় না। বিক্ষোভকারীরাই দেশের ভবিষ্যত নির্ধারণ করবেন। কিন্তু কোনোরকম গোলযোগ বা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ্য করা হবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat