×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৯-০৪-১৬
  • ৪৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আশুগঞ্জে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

নিউজ ডেস্ক:- ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে দাঙ্গাবাজরা।

আহতদের স্থানীয় বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে সংঘর্ষ থামাতে চেষ্টা করে। ব্যর্থ হলে পরবর্তীতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে দুপর ২টায় সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ১লা বৈশাখ বিকালে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাহাদুর গ্রামের সারেংবাড়ি ও শেখবাড়ির ছেলেদের মধ্যে স্থানীয় স্কুল মাঠে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় একজন ব্যাটসম্যানকে আউট দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সারেংবাড়ির মিলন ও শেখবাড়ির হোসেন এর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে পরিণত হয়।

এ ঘটনার জের ধরে মঙ্গলবার দুপুর ১২টায় বাহাদুরপুর চকবাজারে সারেংবাড়ির মিলন ও শেখবাড়ির হোসেনের মধ্যে আবার কথাকাটাকাটি এবং হাতাহাতি হয়। এ খবর দুই বাড়ির মধ্যে ছড়িয়ে পড়লে উভয় বাড়ির কয়েকশত লোক হেলমেট মাথায় দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে নেমে পড়ে।

এ সময় উভয় পক্ষের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে দাঙ্গাবাজরা। খবর পেয়ে আশুগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে সংঘর্ষ থামাতে চেষ্টা করে ব্যর্থ হয়।পরবর্তীতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে দুপর ২টায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ আলম বলেন, ‘বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তীতে যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat