নিউজ ডেস্ক:- ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে দাঙ্গাবাজরা।
আহতদের স্থানীয় বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে সংঘর্ষ থামাতে চেষ্টা করে। ব্যর্থ হলে পরবর্তীতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে দুপর ২টায় সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ১লা বৈশাখ বিকালে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাহাদুর গ্রামের সারেংবাড়ি ও শেখবাড়ির ছেলেদের মধ্যে স্থানীয় স্কুল মাঠে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় একজন ব্যাটসম্যানকে আউট দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সারেংবাড়ির মিলন ও শেখবাড়ির হোসেন এর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে পরিণত হয়।
এ ঘটনার জের ধরে মঙ্গলবার দুপুর ১২টায় বাহাদুরপুর চকবাজারে সারেংবাড়ির মিলন ও শেখবাড়ির হোসেনের মধ্যে আবার কথাকাটাকাটি এবং হাতাহাতি হয়। এ খবর দুই বাড়ির মধ্যে ছড়িয়ে পড়লে উভয় বাড়ির কয়েকশত লোক হেলমেট মাথায় দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে নেমে পড়ে।
এ সময় উভয় পক্ষের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে দাঙ্গাবাজরা। খবর পেয়ে আশুগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে সংঘর্ষ থামাতে চেষ্টা করে ব্যর্থ হয়।পরবর্তীতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে দুপর ২টায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ আলম বলেন, ‘বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তীতে যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।