×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৯-০৪-১৭
  • ৪৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
থেমে গেল রোনালদোর চ্যাম্পিয়নস লিগ যাত্রা

স্পোর্ট ডেস্ক:- স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে সর্বশেষ তিনটি চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ নিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এ মৌসুমে পাড়ি জমিয়েছিলেন জুভেন্টাসে। ইতালির ক্লাবটিও রোনালদোকে নিয়ে ছিলো ভীষণ উচ্ছ্বসিত। সিরি এ তে টানা সপ্তম শিরোপা জেতা দলটির চোখেমুখে ছিলো চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন। আর তাদের সেই স্বপ্নসারথী ছিলেন রোনালদো। শেষ আটের লড়াইয়ে আয়াক্সের বিপক্ষে দুই লেগে দুটি গোলও করেছিলেন এই তারকা ফরোয়ার্ড। কিন্তু কাজের কাজ হলো না। সম্পর্ক ছিন্ন করা রিয়াল মাদ্রিদ আগেই বিদায় নিয়েছে। এবার জুভেন্টাসের সঙ্গে সঙ্গে ডুবলো রোনালদোও।

মঙ্গলবার রাতে জুভেন্টাসের ঘরের মাঠে ২-১ গোলের জয় তুলে নিয়েছে তরুণে ঠাসা আয়াক্স। এর আগে নিজেদের মাঠে ১-১ গোলে ড্র করেছিলো নেদারল্যান্ডসের ক্লাবটি।

এদিন শুরুতেই অবশ্য জুভেন্টাসই এগিয়ে যায়। কর্নার থেকে আসা বলে দুর্দান্তভাবে মাথা ছুঁয়ে দলকে এগিয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই গোলের ছয় মিনিট পরেই সমতায় ফেরে আয়াক্স। ম্যাচের ৬৭ মিনিটে ডিলিটের গোলে এগিয়ে যায় আয়াক্স। দুই লেগ মিলিয়ে ব্যবধান দাঁড়ায় ২-৩ গোলের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat