×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৯-০৪-২৯
  • ৪৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইভিএম পদ্ধতিতে জাল ভোট দিতে পারবে না: সিইসি

নিউজ ডেস্ক:-প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, বড় একটি রজিনৈতিক দল অংশ গ্রহণ না করায় ভোটার উপস্থিতি কম হতে পারে। তবে ময়মনসিংহে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হওয়ায় কেউ জাল ভোট দিতে পারবে না। ভোটার নিজের ভোটটা নিজে দিতে পারবে। ইতোমধ্যে নির্বাচন কমিশন ইভিএম পদ্ধতিতে জনগণকে ভোট প্রদানের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ভোটাররা ভোট দিতে পারবে এবং ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারবে সে পরিস্থিতিও আমরা সৃষ্টি করেছি।

আজ সোমবার দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে সিইসি এসব কথা বলেন।এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পরিচয়পত্র ও নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার মো. সাইদুল ইসলাম, অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান, ময়মনসিংহের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার এ এইচ এম লোকমান, ময়মনসিংহ বিভাগের রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ময়মনসিংহ রিটার্নিং অফিসার আলীমুজ্জামান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat