আন্তর্জাতিক ডেস্ক:- পাকিস্তান সরকার দেশটির ৩০ হাজার মাদ্রাসাকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসছে। মাদ্রাসা শিক্ষাকে মূল ধারায় নিয়ে আসতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর।
তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাদ্রাসাগুলো পরিচালিত হবে। পাঠ্যপুস্তক ও সিলেবাস প্রণয়ন করবে মন্ত্রণালয়।
পাকিস্তানের মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীদের উগ্র মৌলবাদের শিক্ষা দেয়া হয় বলে বিগত কয়েক বছর ধরে অভিযোগ উঠছে।
জেনারেল আসিফ গফুর জানান, ধর্মীয় ভিত্তিতেই মাদ্রাসা চলবে, তবে কোনো বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া যাবে না।
যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বিশ্ব অভিযোগ করে আসছে, পাকিস্তানে মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন না করলে জঙ্গিবাদ বাড়বে।
এছাড়া দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানও মাদ্রাসার আধুনিকায়নের কথা বলেছেন। তথ্য সুত্র: খালিজ টাইমস, রয়টার্স।