×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৯-০৫-০২
  • ৪৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মান বজায় রেখে নির্দিষ্ট সময়ে প্রকল্পের কাজ শেষ করতে হবে : পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্ক:-স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে এবং মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ সমাপ্ত করার নির্দেশ দিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মন্ত্রী আজ রংপুর বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ নির্দেশ দেন। রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এ পর্যালোচনা সভার আয়োজন করে।

মন্ত্রী বলেন, প্রকল্প পরিচালকদের প্রকল্প এলাকায় থেকে প্রকল্প বাস্তবায়ন করতে হবে এবং প্রকল্পের মান নিয়ে জনমনে যাতে কোনো সংশয় না থাকে তার দায়িত্ব প্রকল্প পরিচালকদেরকেই নিতে হবে। তিনি বলেন, প্রকল্প বাস্তবায়ন কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে যাতে এর সুফল জনগণ ভোগ করতে পারে।

উল্লেখ্য, রংপুর বিভাগে বাস্তবায়নাধীন ৪৭টি উন্নয়ন প্রকল্পের বিপরীতে প্রাক্কলিত ব্যয় ১২ হাজার ৩৯ কোটি ৩২ লাখ, যার মধ্যে ২০১৮-২০১৯ অর্থবছরের বরাদ্দ ১ হাজার ৭২৪ কোটি ৫৮ লাখ।

বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় অন্যান্যের মধ্যে আইএমইডির সচিব আবুল মনসুর মোঃ ফয়েজউল্লাহ, পরিকল্পনা কমিশনের সদস্য আবুল কালাম আজাদ, বাংলাদেশ পরিসংখ্যান বুরোর মহাপরিচালক ড. কৃষ্ণা গায়েন, আইএমইডির ঊর্ধ্বতন কর্মকর্তা, রংপুর বিভাগের প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী সৈয়দপুর বিমানবন্দর হতে রংপুর যাওয়ার পথে মহাসড়কের পাশে নির্মাণাধীন রংপুর পল্লী উন্নয়ন একাডেমির বাস্তবায়ন কার্যক্রম পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat