ঘূর্ণিঝড় ‘ফণি’ নৌপরিবহন মন্ত্রণালয় কন্ট্রোল রুম খুলেছে,
ঘূর্ণিঝড় ‘ফণি’র বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নৌপরিবহন মন্ত্রণালয় একটি কন্ট্রোল রুম খুলেছে। সচিবালয়স্থ নৌপরিবহন মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম নম্বর হলো ৮০১/ক এবং এর টেলিফোন নম্বর
০২-৯৫৪৬০৭২।
ঘূর্ণিঝড় ‘ফণি’র সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় জরুরি তথ্য ও নির্দেশনা আদান-প্রদানের জন্য এ কন্ট্রোল রুম খোলা হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয় আজ এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে।
ঘূর্ণিঝড় ‘ফণি’ উপকূলীয় ও অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে
বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফণি’এর প্রভাবে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে সাত নম্বর, চট্টগ্রাম সমুদ্র বন্দরে ছয় নম্বর এবং কক্সবাজার বন্দরে চার নম্বর আবহাওয়া সংকেত বলবৎ থাকায় যাত্রী সাধারণের নিরাপত্তার স্বার্থে উপকূলীয় ও অভ্যন্তরীণ নৌপথে সকল যাত্রীবাহী নৌযান চলাচল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আজ এ সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে।