আন্তর্জাতিক ডেস্ক:- রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞার কাছে আত্মসমর্পন করবে না বলে জানিয়েছে তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতে। রবিবার তুরস্কের এক টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, এস-৪০০ ইস্যুতে আমেরিকার আপত্তি অযৌক্তিক এবং আঙ্কারা এই আপত্তি আমলে নেবে না। সাক্ষাৎকারে তিনি আরো বলেন, তুরস্কের জাতীয় স্বার্থে যখন একবার এস-৪০০ কেনার সিদ্ধান্ত হয়ে গেছে তখন তা থেকে আর পিছপা হবে না আঙ্কারা।
রাশিয়ার কাছ থেকে এই ব্যবস্থা কেনার সিদ্ধান্ত বাতিল না করলে মার্কিন সরকার আঙ্কারাকে এফ-৩৫ জঙ্গিবিমান সরবরাহ করবে না বলে ওয়াশিংটন আবারো হুঁশিয়ারি উচ্চারণ করার দুই দিন পর এ বক্তব্য দিলেন তুরস্কের ভাইস প্রেসিডেন্ট।
এদিকে, রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত হাই-টেক শিল্পপণ্য রফতানিকারক প্রতিষ্ঠান রোসটেক কর্পোরেশনের প্রধান নির্বাহী সের্গেই চেমাজোভ বলেন, তুরস্কের নিজস্ব প্রতিরক্ষা শিল্প উন্নয়নের আকাঙ্ক্ষা পূরণে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত মস্কো।