নিউজ ডেস্ক:- ময়মনসিংহ জেলা যুবলীগের সদস্য রেজাউল করিম রাসেল (৩৬) দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন বলে জানা গেছে। এ খবর নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, সোমবার রাত দুইটার দিকে নগরীর মৃত্যুঞ্জয় স্কুল রোড এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত রেজাউল করিম জেলা যুবলীগের সদস্য ছিলেন। তিনি শম্ভুগঞ্জ হরিপুর এলাকার জালাল উদ্দিন ওরফে জালাল ডিলারের ছেলে।
জানা গেছে, দুর্বৃত্তরা রেজাউল করিমকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। তারপর তারা লাশ ফেলে রেখে চলে যায়।